আমায় ধাক্কা দিয়ে ফুলের ডালি, উল্টে দিলি,
হনহনিয়ে চলে গেলি,
ফিরে দেখলি না।
তোর কালো হাতের গোলাপ কলি, পরবো বলি,
খোঁপা বেঁধেছি
আমি কেমন সেজেছি।
ওরে ও কালো ছোড়া, বাঁশির সুরে হতচ্ছাড়া
জাত কূল মান নিয়ে হরি
আজকে আমার কপাল পুড়ালি।
তোর কালো চরণ মাথায় ধরি
সাঁঝ সকালে নেত্য করি,
তবু যে তোর মন পেলাম না।
আমার বৃথায় গেল নেত্য করা
নিত্য নিতি যতন করে
শিবের মাথায় জল ঢালা
আমি করবো এখন কী?
আমি যে গোয়ালিনীর ঝী।