বসন্তে এখনও ফুল ফোটে
পরিমল লভিতে অলিগণ
গুঞ্জরীয়া এখনও জোটে।
শ্রাবণের কালিমাখা মেঘগুলো
পশ্চিমাকাশ এখনও ছেয়ে যায়।
মেঘহীন আকাশে শরতের চাঁদ
সারা রাত এখনও পাড়ি জমায়।
বসন্ত এলে বকুল শাখে
কোকিল এখনও গায়।
এ সবই আজি প্রাকৃতিক নিয়ম
গতানুগতিক মনে হয়।
কেন মনে হয় অলির চুম্বনে
ফুলগুলি শিহরিত নয়,
বাতাসে দোল খায়।
রিমঝিম শব্দে শ্রাবণ ধারা
কেন আর ঝরে না কবিতায়।
কেন মনে হয় শরতের চাঁদ
প্রকৃতির নিয়মে ভেসে যায়।
ঝরণা ধারা পথ খুঁজে চলে
নুপুর পরে না পায়।
উদাস নয়নে গোধূলি লগণে
দুর দিগন্তে চেয়ে, ভাবিতেছি মনে মনে,
কেন এমন হয়?
দিপ্রহরের প্রখর রবি, কোমল লালিমা মেখে,
প্রস্থানোদ্যত।
বলাকারা উড়ে যায় দীগন্ত রেখায়
নীড়ে ফেরার সময় হলো।
আজি এ বিজনে মন যে দোলায়
কালের স্রোত বুঝি আজ আমায়
পৌঁছে দিলো মোহনায়।