প্রাণীকূল মাঝে এমন কে আছে
ভালো মন্দ বুঝিতে না পারে,
নিত্য তোমার সাথে ভালো মন্দ যা কিছু ঘটে
কিছু তুমি ঘটাও আর কিছু এমনিতেই ঘটে।
কোনটা ভালো আর কোনটা মন্দ
কোনটা উচিত আর কোনটা অনুচিত
কোনটা ন্যায় আর কোনটা অন্যায়
জানতে তোমার যেতে হয়নাকো কোন আদালতে।
যা কিছু এমনিতেই ঘটে, প্রকৃতি ঘটায়
হাসিমুখে তাই মেনে নিতে হয়, নিশ্চয় মঙ্গল আছে।
আর যা ঘটাও, আগে ভেবে নাও ঘটাবার আগে।
ভালো কি মন্দ, বিচারের ভার দাও বিবেকের কাছে।
বিবেক কী বলে,
বিবেকের রায় প্রভাব ছাড়াই মেনে নাও বিনাবাক্যে,
কঠিন যত হোক, বিদ্বেষী হোক দুনিয়ার যত লোক
বিশ্বাস রাখো, বিবেকের রায় কখনো মিথ্যা হবার নয়।
ওখানে বসে যে বিচার করেন খোদ প্রভু দয়াময়।
নির্দ্বিধায় কার্যকর করো তোমার বিবেকের রায়
ভয় করোনা যদি তুমি একদিক আর পৃথিবী উল্টা রহে।
ছাড়ো পৃথিবীর মায়া, প্রাণ যদি যায় কোন ক্ষতি নাই
যেতে তো একদিন হবে।
তোমার অবদান প্রাতস্মরণীয় হবে জগতের মাঝে,
যোগ্য বদলা দিবেন আল্লাহ হাশরের ময়দানে।
২৪ সেপ্টেম্বর ২০২২
মিরপুর, কুষ্টিয়া