আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা
মানুষ হয়েছে আজ বিবেক বুদ্ধি হারা,
অবলিলায় ধাবিত হচ্ছে সারে সারে
জাহান্নামের দ্বারে।
এ যেন আত্মাহুতির প্রতিযোগিতা।
বিবর্জিত বিবেক আজ মদে মত্ত
বিধাতার দেয়া বিবেক হয়েছে লুপ্ত।
অবিরত যুদ্ধে শয়তান নিয়েছে দখল,
বিধাতার দান বিবেক তার
হয়েছে পরাজিত।
কিন্তু কিছু তো বিবেক আছে
শত প্রতিকূলতা রুখে, এখনো জাগ্রত।
আমার প্রশ্ন তাদের কাছে,
আমার প্রশ্ন জাগ্রত বিবেকের কাছে,
হয়েছে কি দায়িত্ব চ্যুত?
তুমি তো এখনও ঈমানের দাবী কর,
পালন কর কি তোমার দায়িত্ব?
তুমি কি ভুলেছ নবীর সুন্নত?
তুমি কি ভুলেছ বিদায় হজ্জ্বের ভাষণ?
ইসলাম থেকে মুছে ফেলেছ কি
খোলাফায়ে রাশেদীন এর রাজত্ব?
ঈমান তোমার সুরক্ষিত ভেবে
তাসবিহ টিপ ঘরের কোণে,
ভেবেছ তুমি পেয়ে যাবে পার,
আর সব যাক না রসাতলে
তোমার কিবা যায় আসে?
নহে বন্ধু নহে কক্ষনো নহে
রয়েছে ঈমানী দায়িত্ব তোমার।
কান পেতে ঐ শোন এখনও আকাশে বাতাসে রনিত হয়
সাহাবি বেলালের আজান স্বর্গ মর্ত্য ছেয়ে,
মসজিদ পানে এসো, নামাজ কায়েম কর।
কান পেতে শোন এখনো শুনা যায় খলিফা ওমরের
নিঃশব্দ পদচারণা, মজলুমের ঘরের কোণে কোণে।
যাকাত দাও, যাকাত দাও অসহায় পরিবারে।
ভেবেছ তুমি তাসবিহ টিপে ঘরের কোণে
বেহেশতে যাবে সবার আগে।
নহে বন্ধু নহে ভুলে যাও ধারণা তোমার
বেহেশত শুধু নয় তোমার একার।
পরিপূর্ণ ইসলাম কায়েম কর আগে
তোমার পরিবারে, তোমার সমাজে,
মেহনত কর ইসলাম প্রচারে,
সকলকে নিয়ে একসাথে যাও
সুবাস নিতে, জান্নাতের দ্বারে দ্বারে।
২০ মার্চ ২০২৩
মিরপুর, কুষ্টিয়া