বাঘের মুখে খাবার রেখে
ছাগল যখন খায়
বুঝতে হবে বাঘ বেচারা
খাইছে প্যারা
আগের সময় নাই।
সিংহ রাজা খায় যে গজা,
মাংসে রুচি নাই
বুঝতে হবে রাজা বাবু,
লুজ মোশনে বেজায় কাবু
পথ্য শুধু খায়।
শেয়াল মামা ধরছে ধামা,
হাতে লাঠি, মাথায় টুপি
পাল্টে নিছে পুরান জামা,
ঠুলির নীচে স্বপ্ন আঁকা
বাঘ সিংহের তিরোধানে
হবেন তিনি নতুন রাজা।
২৩ জানুয়ারি ২০২৩
হাজারীবাগ, ঢাকা