জীবন চলার পথে অলিতে গলিতে
কিছু কাদামাটি কিছু চড়াই উৎরাই দেখে
থেমে গেলে কি হবে?
কিছু ব্যর্থতা, কিছু না পাওয়ার বেদনা
না থাকলে
সফলতার অনাবিল আনন্দ কোথায় পাবে?

মনোবল না হারিয়ে ধৈর্য নিয়ে চেষ্টায়
শত কঠিন বাঁধা পেরোনো দুষ্কর নয়।
ব্যর্থতার পরেই থাকে সফলতা,
অর্জন করতে হয়।

খোলা আকাশে কালো মেঘ, সূর্য কিরণ বাঁধা
অনাকাঙ্ক্ষিত নয়, থাকে অনাবিল বর্ষণ আশা,
উর্বর করে ধরা,
তেমনি জীবনের সকল ব্যর্থতা আর না পাওয়া
দলবেঁধে প্রতিবাদী শক্তি হয়ে ছিনিয়ে আনে
অনন্য সফলতা।

০৯ জানুয়ারি ২০২৩
মিরপুর, কুষ্টিয়া