আগুনে হাত দিলে হাত পুড়ে,
মানুষ মারা যায় বিদ্যুৎ স্পর্শে, বিষ পানে,
বিশ্বাস আছে তাই হাত দেয় না আগুনে
স্পর্শ করে না বিদ্যুৎ, আগ্রহী নয় বিষ পানে।
সজ্ঞানে কেউ কি একাজ গুলো করে?
একেই বলে বিশ্বাস, ঈমান একেই বলে।
নামধারী মুসলমান কেউ কেউ বলে
পর্দা না করলেও ঈমান আছে,
ঈমান থাকে, নামাজ না পড়লেও
হায়রে বোকা! তাহলে হাত দাওনা আগুনে।
বেহেশত দোযখ বিশ্বাস করে, হাটলে দোযখের দিকে,
বিপরীতে হেঁটে কখনও কি সে বেহেশতে যাবে?
তাহলে ঈমান থাকলো কোথায়?
ঈমান যদি থাকে কখনো যাবে না সে
দোযখের পথে।
০৪ জানুয়ারি ২০২৩
মিরপুর, কুষ্টিয়া