থাকতে যদি আজকে তুমি
এমন হতো না,
আমার আকাশ থাকতো জুড়ে
অরূপ জ্যোসনা।

পথের মাঝে ফেলে গেলে
পথ হারিয়ে তাই,
ঘুরছি কেবল দ্বারে দ্বারে
পাই না কোথাও ঠাঁই।

থাকতে যদি আজকে তুমি
আমার আঙিনায়,
বিশ্ব ভুবন জয় করিতাম
আমরা দুজনায়।