তোমরা যে যা-ই বলনা ভাই
আমি সাপুড়ে,
বিন বাজুক আর নাই বাজুক,
সাপ নিয়েই আমি করি খেলা,
একেবারে জাত সাপুড়ে বলে কথা,
বিষধর সাপের উদ্ধত ফনা
সামনে আমার নোয়ায় মাথা।
আমি সাপুড়ে তাই,
বিন বাজুক আর নাই বাজুক
দেশে বিদেশে সাপের খেলা দেখাই।

বিষধর কেউটে, কাল নাগিনী
চন্দ্রবোড়া কিম্বা রাসেল ভাইপার,
বিষ দাঁত ভেঙ্গে করি একাকার।
তোমরা ভেবেছ, হয়েছি বুড়া,
হ্যা, বয়স হয়েছে আমার,
বেড়েছে অভিজ্ঞতা নয় ভুলবার।

আমার কাজ নয় সাপের মণি খোঁজা
বন্য সাপ হোক না যতই ত্যাড়া,
রক্তে আমার নেশা,
বিন বাজুক আর নাই বাজুক,
আপন মনে আমি তাকেই করি সোজা।