মুসলমানের ঘরে জন্ম তোমার
পরিচয় পেয়েছ মুসলমান।
পরিচয় দিয়ে পার পেয়ে কি যাবে
কিয়ামতের ময়দান?
দিয়ে পরিচয় কীবা আসে যায়,
কাফের মুশরিক ইহুদি খৃষ্টান
সকলি আল্লাহর বান্দা, সকলি এক সমান,
আল্লাহর নেয়ামতে বেঁচে থাকে তবু
হয়েছে নাফরমান।
কাফের আর মুসলমান, পার্থক্য শুধুই ঈমান।
মুসলমানের আল্লাহ আর কাফেরের শয়তান।
মুসলমানের জন্য রয়েছে বেহেশত
আর কাফেরের জাহান্নাম।।
মুসলমানের জীবন রাঙাবে সে তো আল্লাহর বিধান,
মুসলমান নাম থাকলেই কখনও হয়না মুসলমান
মুসলমানের পরিচয় বলে দেয় তার স্বচ্ছ ঈমান
খোদা ভীতি আর নবী প্রেম হৃদয়ে যার বিদ্যমান
উঁচু নীচু জাত বিচার নয় সেই তো আসল মুসলমান।
মুসলমান নাম নিয়ে যে হয় আল্লাহর নাফরমান
লেবাস নিলেও কপট সে যে আসল বেঈমান।
নামাজ রোজার ধার ধারে না যাকাত দেয় না মালে
উদর পুরে ভুরি ভোজ খায়, প্রতিবেশী অনাহারে।
হারাম হালাল বিচার না করে গ্রহণ করে যে আহার
হারাম খাদ্যে তৈরি শরীর, হয়না কবুল ইবাদৎ তার,
নামাজ রোজা যতই করুক চেষ্টা সকল বৃথাই সার।
আল্লাহর বিধান মেনে করবে যে জীবন যাপন
গ্রহণ যোগ্যতা সেই তো পাবে, পাবে সে পরিত্রাণ।
আমল যদি না থাকে নিজের জীবনে
বংশ পরিচয় আর পীরের দোহাই দিয়ে
কখনো ভেবনা পার পেয়ে যাবে আল্লাহর দরবারে।
২০ ফেব্রুয়ারি ২০২৩
মিরপুর, কুষ্টিয়া