ওগো আল্লাহ রহম তোমার
ধন্য হয়েছি আমি মুসলিম হয়ে।
তব গাফফার নামের গুণে
ক্ষমা করে নাও তুমি আপন করে।
ওগো আল্লাহ রহম তোমার
ধন্য হয়েছি আমি মুসলিম হয়ে।
ঐ বাতাস বলে যায় শনশন কানে
ঐ ঝর্ণা বলে যায় কুল কুল তানে
তুমি আল্লাহ, তুমিই মহান
আর কেহ নাই তোমার সমান।
তব প্রেমে রাজী আমি জান কোরবানে।।
ওগো আল্লাহ রহম তোমার
ধন্য হয়েছি আমি মুসলিম হয়ে।
তোমার নামের তাসবি জপে
মিটিমিটি তারা জ্বলে দূর গগণে
ফুল দল মেলে রয় কুসুম বাগে
ভ্রমরের গুঞ্জন, পাখির কুজন
কুলমাখলুক মাতে ঐ শিহর লেগে।
ওগো আল্লাহ রহম তোমার
ধন্য হয়েছি আমি মুসলিম হয়ে।
ঐ ভ্রমর মেতে রয় গুন গুন গানে
ঐ সাগর ডাকে তাই, পাগল হয়ে
নদী ছুটে যায় ঐ সগর পানে,
ওগো আল্লাহ রহম করো
আমি যেন থাকি শুধু তোমার ধ্যানে।।
ওগো আল্লাহ রহম তোমার
ধন্য হয়েছি আমি মুসলিম হয়ে।
কী কথা বলে ঐ তারার দলে
মধ্য রাতে ঐ নীল আকাশে
তোমার নামে বেহুঁশ হয়ে
উল্কা ঝরে যায় আকাশ পারে।
সাগরের উর্মি মালা, হয়ে পাগলপারা
সেজদায় লুটে পড়ে বালুকাবেলায়।
ওগো আল্লাহ রহম তোমার
ধন্য হয়েছি আমি মুসলিম হয়ে।
২৬ ফেব্রুয়ারি ২০২৩
মিরপুর, কুষ্টিয়া