আমি আছিয়া
নই কোন পুরুষ নই কোন মহিলা।
বিধাতার ইচ্ছা পূরণে
প্রতীকি চিহ্ন নিয়ে হইনি কোন বালিকা।
প্রতীকি পার্থক্যটা কেন,
এখনও আমার অজানা।
তথাকথিত শিশু আমি।
নিতান্ত হতদরিদ্র পরিবারে
নাহলে,
হয়তোবা তোমাদের ঘরে
থাকতাম মায়ের কোলে।
তোমাদের পৃথিবীতে
এসেছিলাম বেড়াতে।
ফিরছি অবেলায় দুঃখ নেই তাতে
দেখা হলো, জানা হলো,
আশরাফুল মাখলুকাত আজ কোন পথে।
পাপ পূণ্যের হিসাবের খাতা
রইলো সাদা,
ভালোই হলো বিধাতার হাতে
দিব জমা।
ভয় নেই কোন অভিযোগ লিখিনি তাতে।