নিষ্পাপ শিশু এখনও মায়ের কোলে,
যখন তখন নিশ্চন্তে ঘুমিয়ে পড়ে
পৃথিবীটাকে মায়ের মতই স্নেহময়ীর বাইরে কিছু ভাবার মত জ্ঞান, অভিজ্ঞতা হয়নি এখনও।
কৌতুহলী আচরণে আবিষ্ট হৃদয়,
নিঃশঙ্ক বিচরণ সর্বত্র।
উন্মেষ ঘটেনি জ্ঞান লিঙ্গ বৈষম্য,
জন্মাবধি স্নেহ বলয়ের বাইরের জগত এখনও অপরিচিত,
হরিণ শাবক সম উন্নত গ্রীবা চকিত চাহনি,
কুসুম বাগে গুন্ঠনাবৃত অপ্রস্ফুটিত গোলাপ কলি,
সৌরভ ছড়ানোর অপার ভবিষ্যত
আপন জনের চক্ষু শীতল করা হৃদয় হারিনি,
নিষ্পাপ ছোট মুখখানি, লিঙ্গচিহ্ন বিহীন ছোট্ট তনুখানি
পাহাড় সম জিজ্ঞাসা লয়ে নিথর লুটায় ঝোপ, ঝাড়ে,
নির্মাণাধীন বিল্ডিংয়ের কোনে।
বাংলাদেশে
দৃষ্টান্ত মূলক শাস্তি না দেখা হায়েনার আক্রমণে।

২৪ অক্টোবর ২০২২
হাজারীবাগ, ঢাকা