কেমন হবে সেদিন আমার
সময় হবে চলে যাবার
পাড়া পড়শী সারি সারি
দাঁড়াবে সব আমার বাড়ি
চলে যাব একা আমি
কেউ হবেনা আমার সাথী।
সাদা কাপড় ঘোমটা মুড়ে
থাকব আমি নিরব শুয়ে
নাম ধরে কেউ ডাকবেনাতো
বলবে সবাই লাশ আমাকে
সেদিন আমার কেমন হবে?
আপন জনে চোখের পানি
ফেলবে শুধু বইবে নদী
নিবেনা কেউ কাছে টানি
হয়েছি লাশ আজকে আমি
আমার যত টাকা কড়ি
থাকবেনা তো এমনি পড়ি
ব্যস্ত সবাই হাতিয়ে নিতে
থাকুক যতই চোখে পানি
আরতো আমার নেই প্রয়োজন
লাশ হয়েছি আজকে আমি।
আমায় যারা দাফন দিবে
ভাববো তারা সাথে যাবে
ক্ষণিক পরেই উঠবে তারা
বাঁশের মাচাল সাজিয়ে দিয়ে
মাটি চাপা দিবে আমায়
থাকবো আমি একা পড়ে
সেদিন আমার কেমন হবে?
সারা জীবন টাকার পিছে
দৌড়েছি যে মিছে মিছে
থাকবো বলে দালান বাড়ি
যতন করে বানিয়েছি
আজকে সবই রইলো পড়ে
শেষ ঠিকানা মাটির ঘরে।
সেদিন আমার কেমন হবে?
দুনিয়াতে থাকবো সুখে
এই আশাতে কোমর বেঁধে
সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি
আপন জনে ফাঁকি দিয়ে
পরের ধন লুট করেছি
গরীব মিসকীন দূর করেছি
একটি টাকা দান করিনি,
দুনিয়াতে থাকবো বলে সুখে,
আজতো সবই রইল পড়ে
যাচ্ছি চলে শুন্য হাতে
থাকলো আমার টাকা কড়ি
রইলো পড়ে দালান বাড়ি
রইলাম আমি একা শুয়ে
বাতি ছাড়া মাটির কবরে
দিনটা আমার কেমন হবে?
মা বাবা ভাই বোন রক্তের বাঁধন
আত্মার বন্ধন আত্মীয় স্বজন
ছিন্ন হবে একদিন আসবে মরণ,
ভাবিনাতো কেউ থাকতে জীবন।
২০ অক্টোবর ২০২২
মিরপুর, কুষ্টিয়া