অচলয়াতনের তিমির ভেদিয়া
শৃঙ্খলিত হিয়া মোর,
বুকে জাগে জীবন চাঞ্চল্যে মুখরিত
জনপদ তৃষা ঘোর।
আমি বাংলার পুরনারী,
নিদারুণ কর্তব্যবোধের শৃঙ্খল পরে
নির্দ্বিধায় জীবন বিলাতে পারি।
জীবনের যত না পাওয়া
যত দুঃখ সারি সারি,
অশ্রুবাণে বানিয়ে সাগর,
হাসি মুখে ডুবাতে পারি।
অযোগ্য প্রকাশ ব্যাথা মোর
গুমরি গুমরি হৃদয়ে বাজে,
আহত হিয়া আঁচলে ঢাকিয়া
সহাস্য আনন সদা কাজে।
কী যন্ত্রণা হৃদয়ে জমা
অন্যে বুঝিবে কিসে,
হৃদয়ের ব্যাথা বুঝিতে হৃদয়
দাড়ায়নি আজো পাশে।
হৃদয় যন্ত্রে ঘুন ধরে আজি,
বিকল পরবাসে।
প্রভু দয়াময় খুশি যদি হয়
শৃঙ্খলে মোরে বেঁধে,
জীবন বাজি রাখিব আমি
নিশিদিন কেঁদে কেঁদে।