ভোলা তুই থাকলি ভুলে সারাটি জীবন,
ছেড়ে যাবি একদিন তুই রঙের এ ভুবন,
যেতে হবে পথ চিনে
যেতে হবে পথ চিনে
আপনা ভবন।
করিসনে আর হেলা ফেলা
মেঘে মেঘে ডুবলো বেলা
আঁধার করে এলো বুঝি
আঁধার করে এলো বুঝি
সাঁঝেরই লগন।
মাটির ঘরে মাটির বিছান
উত্তরে তার হবে সিঁথান
পশ্চিমেতে থাকবি চেয়ে
পশ্চিমেতে থাকবি চেয়ে
বাঁকিয়ে বদন।
মাটির ঘরে মাটির দেয়াল
মাথার উপর বাঁশের চাতাল
পড়বে খসে যখন তখন
পড়বে খসে যখন তখন
ছিঁড়িয়া বাঁধন।
নাই দরজা নাই জানালা
বদ্ধ ঘরে বাইরে তালা
দিবস রাতি নাইরে গতি
দিবস রাতি নাইরে গতি
অন্ধকার জীবন।
ভোলা তুই থাকলি ভুলে সারাটি জীবন,
ছেড়ে যাবি একদিন তুই রঙের এ ভুবন,
যেতে হবে পথ চিনে
যেতে হবে পথ চিনে
আপনা ভবন।