হে নারী,
বিধাতার দেয়া রুপে তুমি গরবিনী,
অতীব সুন্দরী
দুধে আলতা রং গায়ের
পটল চেরা দুটি চোঁখ দুটি তরবারি,
শানিত আঘাত হানি
ফালা ফালা কর অন্যের হৃদয়খানি।
এক গোছা চুল খোলা
দোলে কপালে,
হাসলে টোল পড়ে
গোলাপ গালে,
কদলি বৃক্ষ নিতম্ব তোমার
কদমে কদমে দোলে,
কৃষ্ণ কালো চুলের দোলায়
হৃদয়ে ঝড় তোলে।
জনসমক্ষে হেঁটে যাও
কোন দ্বিধা নাহি পাও
উন্নত মস্তক চশমা কপালে
বক্ষ তোমার খালি রয়ে যায়
ওড়না গলায় ঝোলে।
তুমি মুসলমানের কন্যা!
আফসোস তুমি পর্দা করোনা।
তুমি মায়াবিনী,
শত পুরুষের নিদ্রা হারিনী।
তোমার রুপের মশাল জ্বালিয়ে
রাস্তায় হেঁটে যাও দিপ্রহরে,
উদ্দেশ্য কী তোমার?
নিজের শরীরে আগুন জ্বালিয়ে
লাভ কী হাজার হৃদয় পুড়িয়ে?
তুমি হবে ক'জনার?
তুমি যে যাচ্ছ চলে
জাহান্নামের অতল তলে,
নিজের আগুনে পুড়বে নিজেই
রাখিও স্মরণে।
সংযত হও, সমাজ বাঁচাও
নিজের পর্দা তলে,
রুপ দেননি বিধাতা তোমায়
সবাই দেখিবে বলে।
মিরপুর, কুষ্টিয়া