হৃদয় জুড়িয়া তোমার আবাস
রচিয়াছি তুমি করি বসবাস
করুনা কর মোরে।
তব আসন মম হৃদয় ব্যপিয়া
অনু পরিমানে নাই যে ফাঁকা,
তোমারই কথা বলে যে সদা
যখন বলিতে চায় যাহা।
একান্ত যত কথা অন্তরে মিশে
যা-ই বলিতে চাই,
তোমার-ই কথাই,
অগ্রে বেরিয়ে আসে।
নিত্য দিনের সকল কাজে
তোমার-ই নাম প্রথমে আসে
বিরহ তোমার, হৃদয় অনুভবে
তব প্রেম সুধা, মম অন্তর ক্ষুধা
মিটাতে না পারি, আহা মরি মরি
আমি করি কি যে,
বিরহ বেদনা নয়নের জলে ভাসে।
আশা-নিরাশা, ভয়-ভিতি, ভালোবাসা,
ত্যাগ তিতিক্ষা, আরাধনা
কেবল তোমারই চরণ তলে।
হৃদয় পদ্মে আসন পাতিয়া
নিত্য রক্ষি ঝাড়িয়া মুছিয়া,
রহ সদা তুমি মম হৃদয় জুড়ে।