জোর করে কি মন পাওয়া যায়
সখী ---- মন যদি না ধরে
মনের মাঝে ক্ষত হলে
সখী --- যায় না মলম দিলে।
হাত বাঁধা যায়, পা বাঁধা যায়
সখী-----মন বাঁধিবে কিসে?
মনের নাগাল পেতে হলে
সখী-----পায় যে ভালোবেসে।
সারা জীবন বন্দি করে
সখী-----দেহ পাওয়া যায়,
দেহের মাঝে বন্দি থেকেও
সখী-----মন যে অধীন নয়।
অর্থ দিয়ে মনকে বশে
সখী-----যায় না কভু রাখা
মনকে বশে আনতে হলে
সখী-----চাই যে ভালবাসা।
দেহের কাছে দেহ থাকলেও
সখী------মন মেশে না মনে
সারা জীবন পাশে থেকেও
সখী------থাকে যোজন দুরে।
দেহের কোথাও করলে আঘাত
সখী-----একদিন যায় ভুলে
মনের মাঝে আঘাত দিলে
সখী-----থাকে জীবন ভরে।
২২ জানুয়ারি ২০২৩
হাজারীবাগ, ঢাকা