দুঃখ আমার সুখের সাথী
দুঃখ আমি ভালোবাসি
সুখের দিনে দুঃখের বাতি
জ্বালাই আমি নিরবধি।
দুঃখ ভালোবেসে আমি
পাই যে সুখের দীশা।
আসুক যত দুঃখ সারি
দুঃখ আমি ভয় না করি।
দুঃখ আমার ফুলের মালা
আঁধার রাতে হাজার বাতি,
দীপ্ত মানিক জ্বালা।
জন্ম নিয়ে দুঃখের ঘরে
ঘর সাজালাম দুঃখ দিয়ে
দুঃখের মাঝেই সুখ পেয়েছি
পাইনি দুঃখের ছোঁয়া।
তুমি আমায় দুঃখ দিলে
হয় যে আমার গলার মালা।
০৮ নভেম্বর ২০২২
মিরপুর, কুষ্টিয়া