সুখ দুখ
মিয়া সাইফুদ্দিন
সুখ দুখ দুই ভাই সমান্তরাল চলে
কখনো কেউ যায়না একা অপরজনকে ফেলে।
সুখের সাথে থাকতে সবাই কত কী না করে
দুঃখ বলে যা কর তাই আছি তোমার পাশে ।
সুখের পিছে দৌড়ে সবাই দুঃখ ঝেড়ে ফেলে
সুখের দেখা পেলে তবুও দুঃখ যায় না চলে।
সুখে আছি মুখে মুখে কেউ যদি বা বলে
অন্তরে তার কত ব্যাথা সেই শুধু তা জানে।
মিছামিছি সুখের বুলি মুখে আউড়ে চলে
রাতের বেলা একা একা চোখের জলে ভাসে।
সুখের পিছে যতই ধাব দুঃখ তোমার যাবে নাতো
থাকবে পিছে পিছে।
দুঃখ যদি বরণ করে দুঃখ ভালোবাসো
অহংকার আর লোভ লালসা ঝেড়ে ফেলে দেখো,
সুখের পিছে না দৌড়ে আর সঠিক পথে চলো,
সুখের পাখি আপনি এসে গান শুনাবে মধুর সুরে
যদি তুমি গাছ তলাতেও থাক।
০৬ নভেম্বর ২০২২
মিরপুর, কুষ্টিয়া