তোমাকে নিয়ে ভাবতে হবে
কখনো ভাবিনি আগে,
মনে পড়ে?
সেই কবে থেকে একসাথে?

যৌবনের উত্তাল তরঙ্গ,
জীবনের প্রথম বসন্ত,
যদি তোমার পরশ না পেতো,
জানিনা কী হতো।
ছাপোষা সংসার শত দৈন্যতা,
কত না পাওয়া,
সমঝোতা বোঝাই দু'জন মিলে
ভাসিয়েছি ভালোবাসার ঝিলে।

ছোট খাটো ভুল,
বড় করে মাশুল
কিংবা বাসায় ফিরে দেরীতে
কী অনাবিল সুখ ছিল,
তোমার মান ভাংগাতে।

তোমার কাজে সাহায্যে এসে
ইচ্ছে করে ভুল করেছি বারে বারে,
তোমার বকুনি ভালবেসে।

ঝটিকা তোমার বক্র চাহনী
পিঠে দোলে বেণী,
কপট রাগ মুখে
অভিমান ঝরে পড়ে।
তারপর,
মুখ টিপে আর শেষে
ফিক করে হেসে,
বলতে যখন যাও হয়েছে।
মনে বড্ড বেশী বাজে।

তোমাকে নিয়ে ভাবতে হবে,
কখনো ভাবিনি আগে,
তুমি যে দেয়ালবাসী হবে।

উদাসী নয়ন চেয়ে বাতায়নে
নির্লিপ্ত আজি অতিত চয়নে।