কালোবাজারি, স্বত্বাভোগী,
মজুতদার আর মুনাফাখোর
নিত্য এদের কারসাজিতে
দেশের মানুষ দেখছে ঘোর।
চাল ডাল আর নিত্যপণ্য
জমিয়ে করে বাজার শুন্য
সমাজটাকে জিম্মি করে
বিবেকের দেয় জ্যান্ত গোর।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
মজুতদারের মাতামাতি
এল এস ডিতে হাতাহাতি
পণ্য গায়েব রাতারাতি
জনগনের নাভিশ্বাসে
বাতাস আজি হচ্ছে ভারী।
দিনমজুর, রিকশা ওয়ালা
হন্যে হয়ে পণ্য খোঁজে
অর্ধাহারে, অনাহারে
পরিবার আজ দিশেহারা।
নিম্ন আয়ের মধ্যবিত্ত,
চিত্ত আজি আতংকিত
মিছামিছি আভিজাত্য
ধরে রেখে লাভ কী বল
চল এবার রিকশা ধর।