শ্যামলা মায়ের শ্যামল চুলে
শ্যামল মেঘের ছায়া,
শ্যামলা মায়ের ডাগর চোখে
চোখ পড়ে রয় বাঁধা,
শ্যামল বনের শ্যামল ছায়া
মন ভোলানো মায়া,
শষ্য শ্যামল মাঠের বুকে
শ্যামল ছবি আঁকা,
কাজল কালো ঝিলের জলে
শ্যামল বনের ছায়া,
গভীর প্রেমের প্রকাশ যেন
হৃদয় দিয়ে বাঁধা।
শষ্য শ্যামল দেশটি এমন
অপূর্ব কী মায়া?
শ্যামলা মায়ের বুকে এত
মধুর ভালোবাসা,
শ্যামলা মায়ের আঁচল তলে
আমার জীবন বাঁধা।
ছেড়ে যেতে মনে আমার
কত নিদান ব্যাথা।
জন্মে আমি তোমার কোলে
ধন্য হলাম মাগো,
মরবো আমি তোমার বুকে
আদর দিয়ে রেখ।
মিরপুর, কুষ্টিয়া