মায়াময়, মধুময় বাংলা তোমায়
ছাড়িয়া যেতে কভু, মন নাহি চায়,
মাঠঘাট খালবিল এই নদীনালা
সবুজ বনানী ঘেরা ফসলের ডালা,
রাতের আকাশে জ্বলে ঝিলিমিলি তারা
চাঁদের তরণী চলে ছেড়ে মেঘ মালা
ঝিঁঝিঁ ডাকা সাঁঝ আসে, বেনু বনে ছায়
কাক ডাকা ভোর আসে দিগন্ত মাথায়।
চৈত্রের উদাস দুপুর কাটে অশ্বথ ছায়
শিশির ভেজা ঘাস পায়ে অশ্রু ঝরায়
সোনালী ফসলের মাঠ, জল ভরা নদী
ভাটিয়ালি সুরে বাজে রাখালিয়া বাঁশি
শীতের ভোরে গাছি ভাই, রস নিয়ে যায়
কুঁজো বুড়ি কাঁথা গায়, দাঁতে বাড়ি খায়,
বর্ষার রিম ঝিম, ঘরে বসে কাটে দিন
শ্রাবণের ধারা,
ভাব তোলে কবি মনে,
কেটে যায় খরা,
এত রূপ রাশি রাশি, এত ভালো লাগা
ছাড়িয়া যেতে মনে লাগে বড় ব্যাথা
মায়ের আঁচল ছিঁড়ে তবু, যায় অভাগা।
হাজারীবাগ, ঢাকা