প্রশংসা হয় যত, শুধু তোমার জন্য
প্রাপ্য নহে অন্য কেহ,
সৃষ্টি জগতের পালনকর্তা তুমি,
সকলি তোমার অনুগ্রহ।
রহমান তোমার অসীম দয়ায়,
দুনিয়ায় বেঁচে রবো,
রহিম নামের বরকত নিয়ে,
পরকালে ক্ষমা পাবো।
বিচার দিনের মালিক তুমি,
বিচার করিবে তাই,
গোনাহগার বান্দা তোমার
নিঃশর্ত ক্ষমা চাই।
ইবাদত করি তোমারই আমরা,
তোমারই সাহায্য কামী,
ঈমান মোদের ঠিক রাখ প্রভু,
তুমি যে অন্তর্যামী।
তোমার পথের দিশা দাও প্রভু,
পথ যেন না ভুলি,
যে পথের পথিক প্রিয়জন তোমার,
সাদরে নিয়েছ তুলি।
অভিশপ্ত তোমার যে পথ আজও,
বিরাজে দুনিয়াময়,
ধ্বংস কর সে পথ তোমার
যেন, আর কেহ না যায়।
মিরপুর, কুষ্টিয়া