মম পাপরাশি যায় যদি হিমালয়ের উচ্চতা ছেড়ে
আশাহত নই,
তাওবা করার তাওফীক দিও মোরে,
জানি আমি জানি তা নস্যি মানি
করিবে ক্ষমা তুমি।
তোমার ক্ষমার নেই কোন বাঁধা, নেই পরিসীমা।
মাপকাঠি নেই পরিমাপে তোমার ক্ষমা।

হে বিরাট হে মহান অনন্ত অসীম, তোমার ইশারায়
কত জীবন কত মরণ, কত পতন কত উত্তোরণ
নিত্য যায় ঘটে।
শয়তানের ফেরে কত ঈমানদার ঈমান হারায়
কত গোনাহগার পথ খুঁজে পায় তোমার দয়ায়,
তোমার দয়ার ভাগী হতে চাই আমি, তোমার ইচ্ছাতে
দুঃখ কষ্ট যাই তুমি দাও সহিতে পারি যেন
তোমার তাউফিকে।

০৩ জানুয়ারি ২০২৩
মিরপুর, কুষ্টিয়া