সুখের চেয়ে দুঃখ ভালো যদি থাকে ভুলে
শুন্য হাতে যেতে হবে বিদায় নেয়ার কালে।
সুখের পিছে দৌড়েছি যে সুখ দাতারে ভুলে,
সুখ সরঞ্জাম পড়ে রবে, ফকির মরণ কালে।
সুখ কিনতে এসেছিলাম ইছামতির হাটে
যুক্তি করে ছয় দালালে
সুখের বড়ি খাইয়ে দিলে
সুখের নেশায় বেঁহুস আমি
সুখ না চিনে দুঃখের ডালি
মাথায় নিয়ে এলাম নদীর ঘাটে।
নেই যে আমার পারের কড়ি
সুখ যে আমায় গেছে ছাড়ি
আমি একা কানদি নদীর কূলে।

ভরার চেয়ে শুন্য ভালো, যদি থাকে ভরে
ধন সম্পদ পরের মালে হারাম হালাল ভুলে।
গরীব দুঃখী প্রতিবেশী দিন যাপিছে অর্ধাহারে
ভরা পেটে ঢেকুর তুলে, কী যন্ত্রণা ক্ষুৎ পিপাসার
বুঝবে কেমন করে?

সাদার চেয়ে কালো ভালো, কালো মানিক পেলে,
গোল্ডেন বুট পেল এবার এম্বাপ্পে খেলে।
নবী প্রেমে সেরা হলো হাবসী গোলাম বেলাল
মুষ্টিযুদ্ধে মোহাম্মদ আলী বিশ্ব দিল সামাল।

আসলে ভাই সবই ভালো, মন্দ কিছুই নহে,
সুখ ভালো, দুঃখ ভলো, খালি ভালো, ভরা ভালো
সাদাও ভালো, কালাও ভালো, নিজে ভালো হলে।

২৭ ডিসেম্বর ২০২২
মিরপুর, কুষ্টিয়া