শাসন বেড়ীতে বাঁধিবে আমায়
ভেবনা কখনো ভুলে,
বাংলার বুকে জন্ম আমার
শুনে রাখ কান খুলে।।

সম্মান যদি না পারো দিতে
করোনা অপমান চেষ্টা,
প্রয়োজনবোধে দানিব জীবন
বাঁচাতে আপন দেশটা।।

ভয় করিনা জালিম তোমায়
ঈমানি শক্তি বলে,
আল্লাহ আছেন সহায় মোদের
তোমরা রোষানলে।।

ঈমানের বলে বলিয়ান মোরা
মৃত্যু করিনা ভয়,
এই দেহে প্রাণ আছে যতক্ষণ
জুলুম রুখিব নিশ্চয়।।

পূর্ব গগণে সূর্য উঠেছে
কিরণ দেখিতে পাই,
আঁধার রাতের তিমির কেটেছে
ভয় নাই ভয় নাই।।

তস্কর আজ পালিয়ে গিয়েছে
পদাঙ্ক যায়নি ঘুচে,
বাংলার মাটি করিবোই খাঁটি
কলঙ্ক ধুয়ে মুছে।

নেতা মোরা আজ পেয়েছি গেছি হেথা
রাখিলাম হাত হাতে,
এগিয়ে চলুন ড়ঃ ইউনূস
আমরা রয়েছি সাথে।।