মুক্তি যুদ্ধ দেখেছি আমি, দেখেছে দু'চোখ আমার
আজও বেঁচে আছি তাই
আর কিছু থাক বা না থাক আছে আমার এতটুকু অহংকার।
আমি দেখেছি পাক বাহিনী, বর্বর হানাদার,
আমি দেখেছি প্রহসন বৈঠক রুদ্ধদ্বার।
আমি দেখেছি ৭ই মার্চ, রেসকোর্স ময়দান,
আমি দেখছি নওশার পোশাকে আত্মবলিদান।
আমি দেখেছি শ্লোগান মুখর ঝাঁঝালো মিছিল, উত্তাল রাজপথ,
আমি দেখেছি মেশিনগান আর ঢাল সড়কীর অসম দ্বৈরথ।
আমি দেখেছি লুঙ্গি গামছা পরা স্বঘোষিত মুক্তযোদ্ধা
আমি দেখেছি পলায়ণপর শরণার্থীর ঢল আবাল বৃদ্ধ বণিতা।
দেখেছি আমি চশমার ভারী ফ্রেম, উদগ্রীব দুটি চোখ,
নিজ কানে শুনেছি আমি তেজদীপ্ত বজ্র কন্ঠস্বর,
আমি দেখেছি দীর্ঘ অবয়ব, হার না মানা এক মুজিবর।
মানো আর না মানো, দাবী নেই কোনো
এসবই আমার একান্ত আমার
যত্নে লালিত দীপ্ত অহংকার।
২৪ মার্চ ২০২৩
মিরপুর, কুষ্টিয়া