নয়নে নয়ন রাখিয়া যখন
বলেছিলে ভালোবাসি
ভেবেছিনু বুঝি ধরা দিল হাতে
আকাশের চাঁদ আসি।
মুখের কথায় ভুলিনু সেদিন
বুঝিনি তোমার ছল
মুখে ছিল তব মধুমাখা আর
অন্তরে হলাহল।
তুমি বেইমান বন্ধু আমার
মধুপ হয়ে এলে
ইচ্ছা মত পান করে শেষে
শুন্য ফেলে গেলে।
সেই যে গেলে, এলে না ফিরে
জলে ভাসে দু'নয়ন,
সাময়িক ভুলের মাসুল আজো
দিয়ে যাই আজীবন।