আমার বন্ধু কালিয়া
অসময়ে কেন গেলি
আমায় ছাড়িয়া।
তোর বিহনে একা বনে
বাঁচি আমি কেমন করে
যাবো মরিয়া।
আমার বন্ধু কালিয়া-----
দুজন মিলে ছিলাম ঝিলে
উড়ে যেতাম খালে বিলে
পদ্ম পাতায় বসতাম দুজন
পাখা মেলিয়া।
আমার বন্ধু কালিয়া-----
নিটোল জলে ঝিলের কোলে
স্নান করিতাম দুজন মিলে
দোহের পালক সাফ করিতাম
ঠোঁটে ঠুকিয়া।
আমার বন্ধু কালিয়া -----
নিঠু্র ব্যধের শরে তোরে
বিঁধলো এসে কাল দুপুরে
আল্লাহ তোরে নিল তুলে
আমায় ফেলিয়া।
আমার বন্ধু কালিয়া-----
থাকবো না আর একা একা
বনে বনে খেয়ে ধোঁকা
অজানাতে বিদায় নিব
যাব চলিয়া।
আমার বন্ধু কালিয়া----