নিত্য আধার খেয়েছ পাখিরে
নিত্য মিটাও পিয়াস,
যতন করিয়া পুষিলাম খাঁচায়
করিবে বসবাস।
অন্তর দিয়ে যে বাসিলাম ভালো
আদর যতন নিয়ে,
ভাবি নাই কভু যাইবে উড়িয়া
আমায় দাগা দিয়ে।
মধুর কূজন করিয়া দুজন
কাটিয়ে দিবা নিশি,
নিষ্ঠুর পাখি দিয়ে গেলি ফাঁকি
মিথ্যা ভালোবাসি।
উড়িয়া যাইবা সোনার ময়না
যদি ছিল তোর মন,
তবে কেন হায় বাঁধিলি আমায়
মিথ্যা প্রেমের বাঁধন।
এত সাধের খাঁচাটিরে আমার
রাখিলাম যতনে,
সেই সে খাঁচা পচিয়া গলিয়া
মিলায় মাটির সনে।
উড়িয়া গেলিরে বনের পাখি
কোন সে বনের মাঝে,
শুন্য খাঁচা রহিল পড়িয়া
মিলায় মাটির ভাঁজে।