আগুন জ্বালাতে ভালোবাসি আমি
আগুন ভালোবাসি,
আগুনের বুকে জ্বালিয়ে আগুন
হাসি পুষ্পের হাসি।
জ্বালানী ভরা বুকে, নির্দিধায়
আমি দিয়াশলাই দেই ঠুকে।
ভালোলাগে আমার আগুনের বুকে
দাউ দাউ করে আগুন জ্বালাতে।
হিংসার আগুন জ্বালিয়ে যে বুকে
অপরের অনিষ্ট মাগে,
সে আগুন আমি করিতে দ্বীগুণ
ঘী ঢেলে দেই আগে।
নিজের আগুনে নিজেকে পুড়িয়ে
বিশুদ্ধ হবে শেষে।
অহংকারের আগুন জ্বালিয়ে যে জন
লেলিহান শিখায় ভাসে,
আপন আগুনে পুড়িয়া আপনি
একদিন নিশ্চয়ই পড়িবে ভূতলে।
নিজের আগুন নিজেই নিভিয়ে
ভাসিবে শুধুই চোখের জলে।