ভাগ্যে আমার আছে যাহা
অমোঘ বিধান, ঘটিবে তাহা
মিছামিছি কর্ম নিয়া টানাটানি
করিয়া কী লাভ বল?
ভেদ না বুঝে মূর্খ লোকে
বলিবে এ কথা গুলো।

ভাগ্য লিখন লিখেন যিনি
ভূত-ভবিষ্যৎ জানেন তিনি
ভবিষ্যতে কী করিবে তুমি
পূর্ব থেকেই জানেন তিনি।
তুচ্ছ জ্ঞানধারী মানুষ অধম
বুঝিবে কী তাঁর সৃষ্টিভেদ?

ভাগ্যে তোমার কী আছে
ভাবিওনা মিছে মিছে
তুমি ভালো হলে দয়ার আধার
খারাপ লিখিবেন কি করে?
দায়িত্ব তোমার ভালো কাজ করা
তোমার কাজ তুমি করিবে।
তোমার কর্মফলই ভূমিকা রাখিবে
তোমার ভাগ্য নির্ধারণে।

শুধু শুধু ভাগ্যকে না দুষে
চেষ্টা কর আত্ম সংশোধনে।

২৮ অক্টোবর ২০২২
হাজারীবাগ, ঢাকা