ছাড়িতে তোমায় চেয়েছি যখন
সর্বান্তঃকরনে
ছাড়নি তখন দিয়েছ বন্ধন
শক্ত আলিঙ্গনে।
আজিকে যখন এসেছে লগন
ছাড়িয়া দিবে মোরে,
মন কেন হায় যেতে নাহি চায়
বেঁধেছে প্রীতির ডোরে।
জীবণ যৌবণ ভাবিয়া আপন
তোমাতে করেছি লয়,
আজি অবশেষে বৃদ্ধ বয়সে
ফিরিতে লাগে যে ভয়।
সুশীতল তব ছায়াতলে যবে
বাঁধিনু আপন নীড়,
যাবার বেলায় স্মৃতি যে কাঁদায়
ঝরিছে চোখের নীর।
যেতে হবে তাই আজি চলে যাই
যতদিন বাঁচি
এ মিনতি যাচি
দুয়ার তব চিরদিন খোলা যেন পাই।