মুসলমানের ঘরে তুমি
জন্ম নিলে তাই,
ভাবলে তুমি মুসলমান
চিন্তা আমার নাই।
মুসলমান বেহেশতে যাবে,
দোযখ তাদের নয়,
সেই খুশিতেই মেতে আছো,
নেই তো কোন ভয়।
নামধারী ঐ মুসলমান
মুনাফিকের দল,
মুসলমানের পরিচয়
জানিস কিনা বল?
কোরান হাদিস কী পড়েছিস?
মুসলিম কাকে বলে?
মুসলিম হয় পড়লে নামাজ
নয়তো কাফের দলে।