মিথ্যা বলে সত্য রে --- ভাই
ছাড়না বৈরিতা
তার চেয়ে চল আঁতাত করি
দুই জন মিলে সমাজ গড়ি,
আমি দেব ---- চটকদারি
তুমি দেবে--------বৈধতা।

মুচকি হেঁসে সত্য ----- বলে
ভাবনা চমৎকার,
তুমি দেবে চটকদারি ---
আমার সত্যতায়,
আমি যে তোমায় বৈধতা ----দেব,
তোমার অস্তিত্ব কোথায়?

২০ জানুয়ারি ২০২৩
হাজারীবাগ, ঢাকা