সুখের সময় বন্ধু জোটে
দুঃখের সময় দূরে যায়,
ফোটা ফুলে ভ্রমর বসে
ঝরে গেলে নর্দমায়।
পকেট ভরা থাকলে টাকা
সওদা বাড়ী পৌঁছে দেয়
পকেট খালি দেখায় মুদি
লেখা যেথায় বাকী নাই।
পর কখনো হয়না আপন
রক্ত বুকের ঢেলে দাও
নষ্ট হলো কাপড় গুলো,
থাকতে সময় বিদায় নাও।
উচিত কথা বলতে সবার
মুখে কেমন আঁটকে হায়,
তেলো মাথায় তেল দিতে সব
বোতল নিয়ে দৌড়ে যায়।
পানির লেয়ার নেমে গেছে
খালে বিলে পানি চাই,
গৃহস্থ সব কাঁদে মাঠে
বোশেখ এলো বৃষ্টি নাই।
রোজা গেলো শাওয়াল এলো
ঈদের খুশি ঝরছে তাই,
দ্রব্য মূল্যের উর্দ্ধগতি
পকেট ভরা টাকা চাই।
উচ্চতর ডিগ্রি নিয়ে
পথে পথে ঘুরছি ভাই
অফিস যত আছে যেথায়
কর্ম কোথাও খালি নাই।
আদর করে পাললে যারে
বুকের মাঝে দিয়ে ঠাঁই
সময় হলে পালিয়ে যাবে
রেখ তোমার কল্পনায়।