দিন ফুরালো সন্ধ্যা হলো
আঁধার নেমে এলো,
সাঙ্গ হলো ভবের খেলা
মন রে ------
ফিরবে বাড়ি চলো।
বাড়ি ফেরার পথে রে মন
ভব নদীর ঘাটে
পার হইতে পারের কড়ি
মন রে ----
নিয়েছ কি গাঁটে?
ভব নদীর অথৈ জলে
উথাল পাথাল ঢেউ,
ডুবিলে নাও ঢেউয়ের তোড়ে
মন রে ------
পার পাবে না কেউ।
ভব নদীর মাঝি রে মন
বধির বোবা কানা,
মাঝ দরিয়ায় নাও ডোবালে
মন রে ----
সাঁতার আছে জানা?
মহাজনের পুঁজি নিয়ে
আসলে ভবের হাটে
আসল ফসল সব খোয়ালে
মন রে----
কেমনে যাবে বাটে?
দিন থাকিতে ভাব রে মন
ফিরে যাবার কথা,
দিন ফুরালে দেখবে রাতে
মন রে ------
সবই ছিল বৃথা।।