রমজানের রোজা শেষে বাংলার ঘরে ঘরে
আজ এলো ঈদ
কচিকাঁচা মাতোয়ারা, ধুমধাম জাগে পাড়া
চোখে নাই নীদ।
পাঞ্জাবি পায়জামা কেনা কাটা সব সারা
সবাই অধীর,
সেজেগুজে সবে মিলে যেতে হবে ঈদগাহে
দিয়ে তাকবির।
গরীব, ধনী, চাষা ভূষা কাঁধে কাঁধ মিলে হবে
কাতারে সামিল,
খোলা ময়দানে আজি পড়বে নামাজ ঈদে
সব মুসলিম।
উঁচু নীচু ভেদাভেদ, হিংসা বিদ্বেষ, মান
অভিমান ভুলে,
শত্রু মিত্র কোলাকুলি হবে আজ
বুকে বুকে মিলে।
সাম্য কায়েম হবে আজ পৃথিবীর বুকে
ধন্য হবে ধরনী আজি জান্নাতী সুখে।
আজি কেউ নয় বাদশা কেউ মিসকিন
এক আল্লাহর বান্দা মোরা জাতি মুসলিম।
আমরা বীরের জাতি মানি আল্লাহর বিধান
আমাদের বুকে আছে শ্বাশ্বত আল কোরআন।।
গরীব মিসকিন যেখানে যে থাকে
দুই হাতে দিব দান সাধ্য যা আছে।
কোরমা পোলাও, ফিরনি পায়েস
খাব আর বিলাবো যত দুস্থ মাঝে।
আল্লাহর নেয়ামত খুশির এই দিন
মুছে দেব সমাজের উঁচু নীচু চিন,
নিজেকে বিলিয়ে দেব উজাড় করে,
বছর ঘুরে এই দিন আসে যেন ফিরে।
হাজারীবাগ, ঢাকা