শাওয়াল মাসের চাঁদ উঠেছে
রমজান নিলো বিদায়,
তিরিশ রোজা পালন করে
গোনাহর বোঝা নামায়।
রমজান মাসের রোযা রেখে
যার কেঁটেছে বেলা,
ঈদের দিনে খুশিতে মন
ভাসায় সুখের ভেলা।
সেহরি খেতে কষ্ট ভারী
উঠে ঘুমের থেকে
ইফতারিতে প্রাণ যে জুড়ায়
ঠান্ডা পানি খেয়ে।
কাল সকালে ময়দানে তে
ঈদের জামাত হলে,
কোলাকুলি করবো মোরা
উচূ নীচু ভুলে।
ঈদের মাঠে যাবো মোরা
তাকবীর ধ্বনী দিয়ে,
দলে দলে যাবো মোরা
সবার সাথে নিয়ে।
সবার বাড়ি যাবো মোরা
জর্দ্দা পায়েস খাবো,
প্রতিবেশীর ঘরে খাবার
পৌঁছে সওয়াব পাবো।
গরীব বন্ধুর নতুন জামা
নাই যদিবা থাকে,
নিজের একটা পরিয়ে দেব
হবে বন্ধু খুশি তাতে।
ঈদের দিনে সবাই খুশি
নাই যদিবা থাকে,
সবাই মিলে দূর করিব
দুঃখ যাদের আছে।