এইতো সেদিন তুমি বলেছিলে
আমায় নিয়ে তুমি বেড়াতে যাবে
দিগন্তের ওপারে ঐ দূর নীলিমায়
যেখানে দিনে স্বপ্নের হাট বসে।
যেখানে ঝিলের জলে পদ্ম পাতায়
সাপ আর ব্যাঙ একসাথে লুডু খেলে।
যেখানে মুক্ত বিহঙ্গেরা শ্রান্ত ডানা মেলে
নিশ্চিন্তে সূর্য স্নান করে।
যেখানে ব্যাধের শর পারে না পৌঁছাতে।
যেখানে সদ্যজাত হরিণ শাবক
স্বভাব সুলভ প্রচেষ্টা করে না দৌড়াতে।
যেখানে স্বাপদের তীক্ষ্ণ নখের আঁচড়
লাফিয়ে লাফিয়ে ভুমি স্পর্শ করে না।
যেখানে উদাস দুপুরে বৃক্ষ ছায়ায়
ঘুমন্ত খরগোশ ছানার দুটি কান
থাকে না খাড়া।
তুমি আরো বলেছিলে
ঐ যে বলাকারা দল বেঁধে উড়ে চলে,
ওটা বিহঙ্গের দেশ, ওরা ওখানেই থাকে।
আমি বললাম আচ্ছা ওখানে কি মানুষ থাকে?
তুমি বলেছিলে ফিক করে হেসে
বোকা ছেলে মানুষ তো স্বপ্ন দেখে রাতে।
১২ ফেব্রুয়ারি ২০২৩
মিরপুর, কুষ্টিয়া