ভালো মন্দ চিরদ্বন্দ্ব অনন্তকাল ধরে
রংবেরং এর দুনিয়াতে রঙে রঙে মিশে
কোনটা ভালো কোনটা মন্দ
চিনতে ক'জন পারে?

ভালো জেনে সারাজীবন ভালবাসলাম যারে
সেই আমারে দাগা দিয়ে গেল নিদান কালে।
যারে আমি পর ভাবিতাম, যখন তখন দুঃখ দিতাম
সেই আমারে কোলে নিল, সবাই ছেড়ে গেলে।
আপন মানুষ পর হলো যে স্বার্থে আঘাত পেয়ে,
অচেনাকে চিনতে পেলাম পর ভাবিতাম যারে।

আপন পর ভেদ না করে ভাব করবো সবার সাথে
খোদার দেয়া ভালোবাসা বিলিয়ে দেব সবার মাঝে।

ভালো মন্দ সবই ভালো জীবনে যা ঘটে
আল্লাহ তায়ালা দিলে পরে মঙ্গলই হয় বটে।

৩১ ডিসেম্বর ২০২২
মিরপুর, কুষ্টিয়া