আপনা উজাড়ি নিত্য ধরি
করি এ মিনতি
লহ হে প্রাণনথ বিমল করি।
তব বিভবে আপনা সপিয়া
তেজেছি আপন কামনা-বাসনা,
লহ মোরে প্রভু করুনা করিয়া,
গোনাহগার কাঁদে বিপথে পড়িয়া।
আপন তরীখানি লইতে পারে,
তুলেছি পাল
পার কর মোরে,
আপন হস্তে ধরিয়া হাল।
তোমা বিনে আর কে আছে আমার
শুদ্ধ করিবারে,
মহাপবিত্র তুমি যোগ্য কর মোরে
জান্নাত দানিবারে।
তোমার পথের দু'ধার বেড়ে
ইহুদি খৃষ্টান মুশরিক মিলে
কন্টক রাজি ছড়ায়েছে আজি
মিল্লাত রহে চরম সংকটে
সর্বশক্তিমান হে চির মহান
দিশারী দাও জাগিবারে
উন্নত শীরে দাঁড়াতে আবার বিশ্ব দরবারে।