ইস ঢং দেখে আর বাঁচিনে
এত বড় ধিঙ্গি মেয়ে
রোজ টিফিনে মায়ের হাতে
দিব্যি খায় সামনে বসে
শরম নেই একটু মোটে।
ঠোঁট বাঁকিয়ে আবার বলে
পড়ি আমি ক্লাস টু'তে।
আমার না হয় মা নেই
তাই দেখি চেয়ে চেয়ে
মা থাকলে দুনিয়ায় বেঁচে
কেমন হয় তার মেয়ে।
ইস আবার ঢং, আর খাবো না
বলছে দেখ পা দাপিয়ে।
আমি তো ওর থেকে ছোট
তাও তো একা একাই খাই
কী যে মজা পাই,
কেউ তো আমায় দেয় না তুলে মুখে,
কেউ কি জানে আমি আছি কত সুখে?
সামনে যাহা পাই
ইচ্ছা হলে খাই
না খেলে কেউ দেয় না বকা,
ইস! আমার কী যে মজা।
ধুর! কী পড়লো আবার চোখে
না কিছুনা ও এমনিতেই ঝরে।
আচ্ছা ছোট দুটি চোখে
কি নদী না সাগর আছে?
চোখে কি ঝরে বর্ষা ধারা?
কখনো কি হয়না খরা ?
চোখ আছে তাই দেখতে যে পাই,
চোখের কাজতো এটাই,
তবে কেন শুধু শুধু যখন তখন
চোখে পানি ঝরায়?