মরন তোমার মিছে তো নয়,
আসছে ধেয়ে পিছু পিছু
নিশ্চয়ই তোমায় ধরবে এক সময়।
আত্মীয় সব হুমড়ি খেয়ে
পড়ে তোমার মুখের পরে
পারবে না তো করতে কিছু,
নিষ্ফল, অসহায়।
মৃত্যু তোমার হলকুমেতে,
জিহ্বা তোমার ওষ্ঠাগত,
চক্ষু দুটি বিস্ফারিত
দুনিয়াদারি দেখবে না তো
পর্দা সরে যাবে তখন
দেখবে সে তো অন্য কিছু,
যা দেখেনি কোনদিনও
ঘুরে জগৎময়।
দেখবে তুমি শুধু একা
দিগন্ত জোড়া ভয়াল থাবা
ধরবে তোমার টুটি চেপে,
শিরায় শিরায় আকসী দিয়ে
টেনে টেনে আনবে তুলে
তোমার দুরাত্মা।
হলে তুমি পুণ্যাত্মা,
দেখবে তুমি শীতল ছায়া
চোখ জুড়ানো অবয়বে
আসবে শত ফেরেশতারা
বলবে তোমায়, হে ভালো আত্মা
তোমাকে সালাম জানাই।
ভয় পেয়ো না, চিন্তা করো না,
বেরিয়ে এসো আপন ইচ্ছায়।
প্রভুর দরবার আজ তোমার অপেক্ষায়।