সাগরের পানি হয় যদি কালি
কলম যদি হয় সকল বৃক্ষরাজি
লিখতে লিখতে শেষ হবে কালি
শেষ হবেনা লেখা তোমার মহিমা ।
তোমার সৃষ্টিতে হয়না তোমার তুলনা।
পৃথিবীতে যত বালু কনা
যথেষ্ট নয় তত প্রশংসা
তোমার শানে।
মহাশূন্যে যত শূন্য আছে
তোমার প্রশংসা ভরে দিলে
যথেষ্ট নয় তোমার শানে।
সৃষ্টি কূল ডুবে রয়
তোমার দয়ার দরিয়ায়,
তাইতো বেঁচে রয়,
মুসলিম যে কৃতজ্ঞ হয়,
অকতজ্ঞ যে রয়,
কাফের, মু্শরিক তার পরিচয়।
দয়া কর মোরে দুনিয়ার পরে,
তোমার যোগ্য ইবাদৎ করার
সাধ্য আমার নাই।
দূর্বল আমি শুধু দয়া চাই,
বিপদে আপদে পড়ে যেন
ঈমান না হারাই।
বন্দি করে ঈমান আমার
আমানত রাখলাম তোমার জিম্মায়
ফিরিয়ে দিও দয়া করে প্রভু,
মরণের সময়।
১৩ জানুয়ারি ২০২৩
মিরপুর, কুষ্টিয়া