আসলে মরণ ধরলে চরণ
আজরাইলে ছাড়বে না,
হলকুমেতে ধরবে চেপে
জারিজুরি চলবে না।
থাকতে জীবন কর স্মরণ
মরণ ছাড়া উপায় নাই,
বাঁচতে হলে আখেরাতে
মরার আগে মর ভাই।
আল্লাহ তাআলা পাঠিয়েছেন
তাঁর ইবাদত করবে তাই,
জন্ম নিয়ে সব ভুলিলে
নামাজ রোজার খবর নাই।
পরনিন্দা কর বান্দা
হিংসামিতে জুড়ি নাই,
পরের ক্ষতির চিন্তা ছাড়ো
থাকবে ভালো দুনিয়ায়।
জীবন মরণ আল্লাহ সৃজন
করেন সবার যাচাই তাই,
জীবন পেয়ে ভুলল বান্দা
মরতে হবে স্মরণ নাই।
হায়রে বান্দা করে ধান্দা
সারা জীবন করলি পার,
আসলে মরণ দেখবি তখন
সামনে শুধুই অন্ধকার।
আসল ছেড়ে ধরলি নকল
চটকদারির ছলনায়,
সব কিছুই তো ছেড়ে যাবে
জমাইছো যা দুনিয়ায়।
কিসের তোমার বাহাদুরি
কিসের তোমার অহংকার
সোনার দেহ হবে মাটি
পরবে না আর অলংকার।
থাকতে সময় কর উপায়
পরজগতের উপার্জন,
মরার পরে যেথায় হবে
ভালো থাকতে প্রয়োজন।