হৃদয়ের কূলে কূলে যেই নামে ঢেউ তুলে
মন দরিয়া,
উথলে উথলে ওঠে পলে পলে যায় ছুটে
দূর মদীনা,
যেথা রওজা পাকে আছেন শুয়ে কান্ডারী উম্মতে
হাবিবে খোদা,
সে যে আমার পেয়ারা নবী,
খোদার হাবিব রাসুলুল্লাহ আল্লাহ।
উম্মাতের কান্ডারী তুমি মদীনা ওয়ালা।
তুমি যে শাহে মদীনা তুমি শাহে মদীনা
পেয়ারা রাসুল ইয়া হাবিব আল্লাহ
তোমার নূরের রৌসনিতে জগত হলো
এত উজ্জ্বালা,
তোমার নামে দরুদ পড়েন ঐ আরশে
আল্লহ তায়ালা।
রহমত দরিয়া তুমি ত্বরানেওয়ালা
পেয়ারা রাসুল ইয়া হাবিব আল্লাহ
তোমার নূরের পরশ পেয়ে ঐ
আকাশের গায়
চাঁদ যে এমন উজ্বাল হলো,
হলো আলোকময়
তোমার আঙ্গুল হেলায় আল্লাহর ইচ্ছায় চাঁদ হয়ে
যায় দু'টুকরা।
যায় যে আমার মন ছুটে যায় সোনার মদিনা
রহমতের দরিয়া তুমি ত্বরানেওয়ালা
পেয়ারা রাসুল ইয়া হাবিব আল্লাহ
২৮ মার্চ ২০২৩
মিরপুর, কুষ্টিয়া